কে. মল্লিক (১৮৮৮ – ১৯৫৯/৬০) কুসুম —বর্ধমান। মুনশী মহম্মদ ইসমাইল। প্ৰখ্যাত গায়ক। প্রকৃত নাম মুনশী মহম্মদ কাসেম। দরিদ্র পরিবারের সন্তান কাসেম অর্থোপার্জনের চেষ্টায় ১৯০২ খ্রী. কলিকাতায় আসেন এবং এক মারোয়াড়ীর দোকানে কাজ নেন। পরে র্যালি ব্রাদার্সের কাজ নিয়ে কানপুর যান। সেখানে আবদুল হাই হাকিমের কাছে গান শেখার সুযোগ হয়। কানপুরে বহু অভিজ্ঞতা সঞ্চয় করে কলিকাতায় ফেরেন। এখানে জার্মান রেকর্ড কোম্পানী ‘বোকা’ প্রথম তাঁর ১২খানি গান রেকর্ড করে। ব্যবসায়িক কারণে বাংলাগানে তার নাম থাকত কে. মল্লিক, হিন্দী রেকর্ডে পণ্ডিত শঙ্কর মিশ্র ও ইসলামী গানে মুনশী মহম্মদ কাসেম। ১৯০৯/১০ খ্রী. থেকে ১৯৪০ খ্রী. পর্যন্ত অসংখ্য রেকর্ড করে গায়করূপে খ্যাতির শীর্ষে ওঠেন। বেশিরভাগ রেকর্ডের কপি ৩০/৪০ হাজার বিক্রি হয়। রজনীকান্ত, অতুলপ্রসাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের গানও গেয়েছেন। তার গাওয়া নজরুলের ‘বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল’ গানটিই রেকর্ডে প্রথম বাংলা গজল। বিদেশী দুটি কোম্পানী ‘বেকা’ ও ‘হিজ মাস্টার্স ভয়েস’ তাঁর গানের দৌলতে কয়েক লক্ষ টাকা লাভ করলেও গান গেয়ে তার আর্থিক সচ্ছলতা আসেনি। ১৯৪০ খ্রী. থেকে অর্থে পার্জন করেছেন আফিমের দোকান দিয়ে। কাজী নজরুল, আঙ্গুরবালা প্রভৃতি তাঁর সমসাময়িক এবং তিনি নজরুলের বিশেষ বন্ধু ছিলেন। বহু বছর ঝরিয়ার রাজবাড়িতে সভাগায়কের কাজ করেন। তারই উৎসাহে বালিকা কমলা (পরবর্তী কালে কমলা ঝরিয়া) কলিকাতায় গান শিখতে আসেন। শেষজীবনে নিজ গ্রামের ফিরে যান। সেখানে তিনি সঙ্গীত-শিক্ষার্থী চাষীদের গান শেখাতেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণানন্দ স্বামী
« কৃষ্ণানন্দ স্বামী
পরবর্তী:
কেতকাদাস »
কেতকাদাস »
Leave a Reply