কেদারেশ্বর সেনগুপ্ত (? – ৭.১২.১৯৬১)। ঢাকায় পুলিন দাসের প্রভাবে অনুশীলন সমিতিতে যোগ দেন। রাসবিহারী বসুর নেতৃত্বে উত্তর ভারতে বৈপ্লবিক কাজের জন্য পুলিসের গ্রেপ্তারী পরোয়ানা এড়িয়ে দীর্ঘকাল আত্মগোপন করে থাকার পর বহরমপুরে গ্রেপ্তার হন। মুক্তিলাভের পর বাঙলা ও বোম্বাইয়ের মধ্যে বৈপ্লবিক যোগাযোগ রক্ষার কারণে পুনরায় গ্রেপ্তার হন। আগস্ট আন্দোলনে কারারুদ্ধ হন। শেষ জীবনের কীর্তি ‘অনুশীলন ভবন’ নির্মাণ।
পূর্ববর্তী:
« কেদারনাথ রায়
« কেদারনাথ রায়
পরবর্তী:
কেয়া চক্রবর্তী »
কেয়া চক্রবর্তী »
Leave a Reply