কেদার রায় (? – ১৬০৩) বিক্রমপুর-ঢাকা। ইতিহাস-প্রসিদ্ধ বারো-ভূঁইয়ার অন্যতম। শ্ৰীপুরে (দক্ষিণ ঢাকা) রাজধানী স্থাপন করে ১৬০২ খ্ৰী. গুরুত্বপূর্ণ ব্যবসাস্থল ও নৌকেন্দ্ৰ সন্দীপ অধিকার করেন। ক্রমে এই অঞ্চল মোগল, পর্তুগীজ ও আরাকানীদের দ্বন্দ্বস্থলে পরিণত হয়। তাঁর সুশিক্ষিত নৌবাহিনী ছিল। নৌবাহিনীর প্রধান পর্তুগীজ কার্ভালো কর্তৃক মানসিংহের নৌসেনাপতি মুক্তা রায় ১৬০২ খ্রী. নিহত হন। কেদার রায় মানসিংহের কাছে পরাজিত হয়ে আকবরের বশ্যতা স্বীকার করলেও প্রকৃতপক্ষে স্বাধীনই ছিলেন। পরে আরাকানী মগদের সঙ্গে ঢাকা আক্রমণকালে (১৬০৩) বিক্রমপুরের কাছে মানসিংহের হাতে তাঁর পরাজয় ও মৃত্যু হয়। পরিখা-বেষ্টিত তাঁর বাড়ি (ফরিদপুরের কেদারবাড়ি গ্রামে) ও পদ্মা নদীর তীরে রাজবাড়ির মঠ তাঁর উল্লেখযোগ্য কীর্তি। তিনি পর্তুগীজ মিশনারীদের খ্ৰীষ্টধর্ম প্রচারে ও গির্জা নির্মাণে অনুমতি দেন। ভূঁইয়া চাদ রায় তার অগ্ৰজ।
পূর্ববর্তী:
« কেতকাদাস
« কেতকাদাস
পরবর্তী:
কেদারনাথ গোস্বামী »
কেদারনাথ গোস্বামী »
Leave a Reply