কেদারনাথ মজুমদার (২৭.২.১২৭৭ – ৫.২.১৩৩৬ ব) গচিহাটা-কটিয়াদি — ময়মনসিংহ। ক্ষীরোদ। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা-লাভ সম্ভব না হলেও গ্রন্থকার ও সাংবাদিকরূপে খ্যাতি অর্জন করেছিলেন। ২৭ বছর বয়সে তাঁর পরিচালনায় ‘কুমার’ পত্রিকা প্রকাশিত হয়। ১৩০৬ ব. ‘বাসনা’ ও ১৩০৭ বা ‘আরতি’ নামে আরও দুখানি পত্রিকা প্রকাশ করেন। রুগ্ন অবস্থায়ও সাহিত্যসেবা করে গেছেন। ১৩১৯ ব. থেকে ‘সৌরভ’ পত্রিকা প্ৰকাশ করতে থাকেন। রচিত বিখ্যাত ঐতিহাসিক গ্ৰন্থ: ‘ময়মনসিংহের ইতিহাস’, ‘ময়মনসিংহের বিবরণ’, ‘ঢাকার বিবরণ’ প্রভৃতি। অন্যান্য গ্ৰন্থ: ‘বাঙ্গালার সাময়িক সাহিত্য’, ‘রামায়ণের সমাজ’, ‘শুভদৃষ্টি’, ‘স্রোতের ফুল’, ‘সমস্যা’, ‘চিত্র’ প্রভৃতি। এ ছাড়া পাঠ্যপুস্তকপ্রণেতা হিসাবেও তার খ্যাতি ছিল।
পূর্ববর্তী:
« কেদারনাথ বন্দ্যোপাধ্যায়
« কেদারনাথ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
কেদারনাথ রায় »
কেদারনাথ রায় »
Leave a Reply