কেদারনাথ দাস, ডাঃ স্যার, সিআইই, এফ.সি.ও.জি, (২৪.২.১৮৬৭ – ১৩.৩.১৯৩৬) কলিকাতা। হিন্দু স্কুলের শিক্ষক যাদবকৃষ্ণ। খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ। জেনারেল অ্যাসেমগ্ৰীজ ইনস্টিটিউট থেকে এফ.এ. পাশ করে মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্ৰথম স্থান অধিকার করেন এবং শেষ পরীক্ষায় ধাত্রীবিদ্যায় পূর্ণ নম্বর পান। ১৮৯২ খ্ৰী. এম.বি. এবং ১৮৯৫ খ্রী. মাদ্রাজ থেকে এমডি, পাশ করেন। সাত বছর মেডিক্যাল কলেজের ও ইডেন হাসপাতালের রেজিস্ট্রর ছিলেন। ১৮৯৯ খ্রী. ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে ধাত্রীবিদ্যার শিক্ষক নিযুক্ত হন। ১৯১৪ খ্ৰী. প্রসব করাবার একটি যন্ত্র (Das Forceps) আবিষ্কার করেন। ১৯১৯ খ্রী. কারমাইকেল মেডিক্যাল কলেজে যোগদান করেন। ১৯২২ খ্রী. থেকে ঐ কলেজের অধ্যক্ষ হিসাবে আমৃত্যু সেখানে কাজ করেন। মেডিক্যাল কলেজসমূহের পরিদর্শক, ভারতীয় মেডিক্যাল কংগ্রেসের প্রথম সেক্রেটারী, বিশ্ববিদ্যালয়ের ধাত্রীবিদ্যার পরীক্ষক ও বিভিন্ন বিভাগের সদস্য, চিকিৎসাবিদ্যা কমিটির অধ্যক্ষ, রেডক্রস, সেন্ট জনস অ্যাম্বুলেন্স, এশিয়াটিক সোসাইটি ও অন্যান্য অনেক প্রতিষ্ঠানের সদস্য ছিলেন। প্ৰসূতি-বিজ্ঞান ও স্ত্রীরোগ সম্বন্ধে নিখিল বিশ্ব সম্মেলনে (আমেরিকা, ১৯২২) যোগদান করেন। লণ্ডনে অনুষ্ঠিত সপ্তদশ আন্তর্জাতিক মেডিসিন কংগ্রেসের সদস্য (১৯১৩), আমেরিকান অ্যাসোসিয়েশন অব অবসটেট্রশিয়ান গাইনেকোলজিস্ট এণ্ড অ্যাবডোমিনাল সার্জারির অনারারী ফেলো (১৯১৪) এবং আমেরিকান গাইনেকোলজি সোসাইটির অনারারি ফেলো (১৯২৩) ছিলেন। এর প্রত্যেকটিতে তিনিই তখন একমাত্র ভারতীয়। ভারত ধর্মমহামণ্ডল তাকে ‘ধাত্রীবিদ্যার্ণব’ উপাধি প্ৰদান করেন। কারমাইকেল মেডিক্যাল কলেজে ‘স্যার কেদারনাথ দাস প্রসূতি হাসপাতাল’ নামে পরিচিত বিভাগটি তারই প্ৰচেষ্টায় নির্মিত হয়। ভারতীয়দের মধ্যে তিনিই প্ৰথম এফ.সি.ও.জি. উপাধিধারী। নীলরতন সরকার, সুরেশপ্রসাদ সর্বাধিকারীর মত তিনিও চেষ্টা করেছেন দেশীয় চিকিৎসকদের ইউরোপীয় ডাক্তারদের সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে। রচিত গ্ৰন্থ : ‘Hand Book of Obstetrics’, ‘A Text Book of Midwifery’, ‘Obstetric Forceps’। আর.জি.কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর সংগৃহীত পুস্তক এবং ডাক্তারী যন্ত্রপাতির মিউজিয়াম দর্শনীয় বস্তু। বাড়ীতে সঙ্গীত চৰ্চার রেওয়াজ ছিল।
পূর্ববর্তী:
« কেদারনাথ দাশগুপ্ত
« কেদারনাথ দাশগুপ্ত
পরবর্তী:
কেদারনাথ বন্দ্যোপাধ্যায় »
কেদারনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply