কেদারনাথ দাশগুপ্ত (১৪.১০.১৮৭৮ – ৬.১২.১৯৪২) ভাটিখাইন (ভট্টখণ্ড)-চট্টগ্রাম। পিতা হরচন্দ্র একজন মুন্সেফ এবং প্রচুর জমিজমার মালিক ছিলেন। চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলে পড়ার সময় স্বামী বিবেকানন্দের বক্তব্য শুনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। বঙ্গভঙ্গ আন্দোলন কালে স্বদেশী সামগ্রী বিক্রির জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নামে এক দোকান খোলেন। সেই সঙ্গে ‘ভাণ্ডার’ নামে একটি পত্রিকাও প্ৰকাশ করেন। তার বিশেষ অনুরোধে রবীন্দ্রনাথ এই পত্রিকার সম্পাদক হয়েছিলেন। পত্রিকার সঙ্গে সুরেন্দ্রনাথ ঠাকুর, যোগেশচন্দ্ৰ চৌধুরী, চিত্তরঞ্জন দাশও যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথের বাউল ও স্বদেশী গানগুলি ‘ভাণ্ডার’ পত্রিকাতেই প্ৰথম প্ৰকাশিত হয়। স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় পুলিসের দৃষ্টি তার উপরে পড়লে বাড়ি থেকে তাকে বিলেতে সরিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে তিনি ব্যারিস্টারী পাশ করেন এবং সেখানেই থেকে যান। বিদেশে ভারতের সাহিত্য ও সংস্কৃতি-প্রচারে উদ্যোগী ছিলেন। সেই উদ্দেশ্যে ১৯১০ খ্রী. বিলেতে ‘Union of East and west’ নামে একটি সমিতি গঠন করেন। মাঝে মাঝে সেখানে নাটক, অভিনয় ইত্যাদিরও ব্যবস্থা করতেন। লণ্ডনে আগত বাঙালীদের নানাভাবে তিনি সাহায্যও করতেন। ১৯১২ খ্রী. রবীন্দ্ৰনাথ বিলেতে গেলে তারই ব্যবস্থাপনায় ইমারসন ক্লাবে কবির প্রথম সংবর্ধনা-সভা অনুষ্ঠিত হয়। ‘The Maharaja of Arakan’ নাম দিয়ে তিনি কবির দালিয়া গল্পের নাট্যরূপ দেন এবং বন্ধু জর্জ কলডেরনের সহায়তায় ইংরেজ অভিনেতাদের দিয়ে ৩০.৭.১৯১২ খ্রী. রয়েল অ্যালবার্ট হলে তা মঞ্চস্থ করেন। এই নাটকের জন্য রবীন্দ্রনাথ একটি ইংরেজী গান লিখে তাতে সুর সংযোগ করে দিয়েছিলেন। ‘The Union of East and West’ এর উদ্যোগে অনুষ্ঠিত ‘শকুন্তলা’ নাটকের (ইংরেজীতে) মঞ্চরূপ তারই দেওয়া (১৯১৯)। এই নাটকে শকুন্তলার ভূমিকায় ছিলেন খ্যাতনামা অভিনেত্রী সিবিল থর্নডাইক। ১৯১৮ খ্রী. কিছুদিনের জন্য আমেরিকা যান এবং প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ‘League of Neighbours’ এবং ১৯২৪ খ্রী ‘Fellowship of Faiths’ নামে সংস্থা স্থাপন করেন। তাঁর প্রতিষ্ঠিত তিনটি সংস্থাকে মিলিত করে তিনি নাম দেন ‘Threefold Movement’। রচিত গ্রন্থ: ‘Caliph for a Day’, ‘Consolation from the East to the West’, ‘Bharat’, ‘Essence of Religions’, ‘An United World or a Glimpse of Paradise’, ‘Cofisolation’, ‘শিক্ষার আন্দোলন’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ
« কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ
পরবর্তী:
কেদারনাথ দাস »
কেদারনাথ দাস »
Leave a Reply