কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ (১৮৩৮? — ১৯১৪) বীরনগর বা উলা-নদীয়া। আনন্দচন্দ্ৰ। ১৮৫২ খ্রী. পর্যন্ত স্বগ্রামে লেখাপড়া শিখে কলিকাতায় আসেন। ১৮৬৬ খ্রী. ডেপুটি ম্যাজিষ্ট্রেটের পদ পান এবং ১৮৯৪ শ্ৰী অবসর-গ্ৰহণ করে ধর্মচৰ্চায় মনোনিবেশ করেন। ইংরেজী, ল্যাটিন, সংস্কৃত, হিন্দী, ওড়িয়া, উর্দু, ফারসী প্রভৃতি ভাষায় সুপণ্ডিত ছিলেন। বৈষ্ণব-সমাজের উন্নতির জন্য শতাধিক গ্ৰন্থ রচনা করে গেছেন। গ্রন্থগুলির মধ্যে বাংলা ভাষায় ‘, ‘জীবধর্ম’, ‘প্রেমপ্রদীপ’, ‘বিজনগ্রাম’, ‘সন্ন্যাসী’ প্রভৃতি; সংস্কৃতে ‘শ্ৰীকৃষ্ণসংহিতা’, ‘শ্ৰীগৌরাঙ্গস্মরণ মঙ্গল স্তোত্র’, ‘দত্তকৌস্তুভ’ প্রভৃতি এবং ইংরেজীতে ‘The Bhagabata Speech’, ‘Gautam Speech’ এবং উর্দুতে ‘বালিদে রেজিস্ট্রি’ প্রভৃতি উল্লেখযোগ্য। বৈষ্ণবধর্ম প্রচারের জন্য একটি মাসিক পত্রিকাও সম্পাদনা করেন।
পূর্ববর্তী:
« কেদারনাথ দত্ত
« কেদারনাথ দত্ত
পরবর্তী:
কেদারনাথ দাশগুপ্ত »
কেদারনাথ দাশগুপ্ত »
Leave a Reply