কেদারনাথ চট্টোপাধ্যায়, সর্দার (১৮৪৭ – ১৯০৬) তালতলা-নিয়োগীপুকুর-কলিকাতা। হিন্দু স্কুল ও প্রেসিডেন্সী কলেজে শিক্ষাপ্ৰাপ্ত হয়ে ১৮৭১ খ্রী. বি-এ ও পরের বছর বি-এল, পাশ করেন। নেপালের রাজবাড়ির গৃহশিক্ষক হয়ে সেখানে যান। নেপালে ইংরেজী শিক্ষাবিস্তারের প্রথম উদ্যোক্তাদের মধ্যে তিনি অগ্ৰণী ছিলেন। তাঁর চেষ্টায় সেখানে দরবার স্কুল ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি দরবার স্কুলের অধ্যক্ষ এবং ১৮৭৭ খ্রী. দিল্লীর দরবারে নেপাল সরকারপ্রেরিত দূতের সেক্রেটারী ছিলেন। নেপালরাজ তাঁকে সর্দার উপাধিতে ভূষিত করেন।
পূর্ববর্তী:
« কেদারনাথ চট্টোপাধ্যায়
« কেদারনাথ চট্টোপাধ্যায়
পরবর্তী:
কেদারনাথ দত্ত »
কেদারনাথ দত্ত »
Leave a Reply