কেদারনাথ দত্ত। ১৯শ শতাব্দীর মধ্যভাগের একজন জনপ্রিয় ঔপন্যাসিক। চমৎকার মোহন’ নামক পত্রিকার পরিচালক এবং সম্পাদক ছিলেন। তার রচিত ‘প্ৰিয়ম্বদ’, ‘নলিনীকান্ত’ ও ‘বঙ্কাচরিত’ ১৮৫৫-৬২ খ্রী. মধ্যে প্রকাশিত হয়। ১৮৭১ খ্ৰী. প্রকাশিত ‘ভাঁড়’ ছদ্মনামে তার ‘সচিত্র গুলজার নগর’ গ্রন্থে সমকালীন কলিকাতার অবক্ষয়ী সমাজের চিত্র পাওয়া যায়।
পূর্ববর্তী:
« কেদারনাথ চট্টোপাধ্যায়, সর্দার
« কেদারনাথ চট্টোপাধ্যায়, সর্দার
পরবর্তী:
কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ »
কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ »
Leave a Reply