কেদারনাথ চট্টোপাধ্যায় (১২.১২.১৮৯১ – ১৬.৫.১৯৬৫) পাঠকপাড়া-বাঁকুড়া। প্রখ্যাত সাংবাদিক রামানন্দ। এলাহাবাদ অ্যাংলো-বেঙ্গলী স্কুল, কলিকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ ও সিটি কলেজের ছাত্ৰ। লণ্ডন ইম্পিরিয়াল কলেজ থেকে ভূতত্ত্বে বিএস-সি এবং এআরসি-এস, পাশ করেন। কেন্টের অস্ত্রোৎপাদন কারখানায় কর্মরত (১৯১৪ – ১৮) অবস্থায় দুর্ঘটনায় আহত হন। ১৯১৯ খ্রী. দেশে ফিরে গ্রাস ও সিরামিক কারখানায় চাকরি নেন এবং পিতার মৃত্যুর পর মডার্ন রিভিউ’ ও ‘প্রবাসী’ পত্রিকা পরিচালনার ভার গ্ৰহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ছিলেন। ‘মৌচাক পত্রিকায় ‘জগন্নাথ পণ্ডিত’ ছদ্মনামে লিখতেন। উল্লেখযোগ্য রচনা; ‘জগন্নাথের খেয়াল খাতা’। ‘নিষিদ্ধ দেশে সওয়া বৎসর’ নামে রাহুল সাংকৃত্যায়নের বই বাংলায় অনুবাদ করেন। পারস্যভ্ৰমণে রবীন্দ্রনাথের সঙ্গী হিসাবে ভ্রমণবৃত্তান্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আন্তর্জাতিক সম্পর্ক ও যুদ্ধ সম্বন্ধে বহু প্ৰবন্ধ ও রচনা প্রবাসীতে প্ৰকাশ করেন। যৌবনে এলাহাবাদে হকির নাম-করা সেন্টার ফরোয়ার্ড এবং ক্রিকেটে ভাল বোলার ছিলেন।
পূর্ববর্তী:
« কেদারনাথ ঘোষ
« কেদারনাথ ঘোষ
পরবর্তী:
কেদারনাথ চট্টোপাধ্যায়, সর্দার »
কেদারনাথ চট্টোপাধ্যায়, সর্দার »
Leave a Reply