কেদারনাথ ঘোষ (১৯১২ – ২১.২.১৯৭৮) বাবুরহাট — কুমিল্লা। প্রখ্যাত সাংবাদিক। দরিদ্র পরিবারে জন্ম। ১৯২১ খ্রী. নয় বছর বয়সে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারারুদ্ধ হন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যের ছাত্র ছিলেন। ১৯৩৬ খ্রী. ‘স্টেটসম্যান’ পত্রিকার রিপোর্টার হিসাবে সাংবাদিক জীবনের শুরু। পরে ‘অমৃতবাজার পত্রিকা’ ও ‘যুগান্তর’ পত্রিকায় কাজ করার পর ১৯৩৮ খ্রী. ‘হিন্দুস্থান স্ট্যাণ্ডার্ড’-এ যোগ দেন। ১৯৪০ খ্রী. অ্যাসোসিয়েটেড প্রেস অব ইণ্ডিয়ায় (পরবর্তী নাম প্রেস ট্রাস্ট অব ইণ্ডিয়া) কাজ করেন। ১৯৪৪ খ্ৰী. ‘স্টেটসম্যান’-এর চীফ রিপোর্টার হন ও পূর্ব ভারতের বিশেষ প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা করেন। ক্রমে ঐ পত্রিকার মুখ্য প্রশাসক পদে উন্নীত হন। পরে সরকার ‘বসুমতী’ পত্রিকা অধিগ্ৰহণ করলে তার সম্পাদক হিসাবে কিছুদিন কাজ করেন। প্রেস ক্লাবের প্রথম সম্পাদক ও পরে সভাপতি, ভারতীয় বার্তাজীবী সঙেঘর সভাপতি ও বার্তাজীবীদের জন্য দ্বিতীয় বেতন বোর্ডের সদস্য ছিলেন। জাকার্তায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়া জার্নালিস্ট কনফারেন্সে যোগ দেন। রচিত গ্ৰন্থ: ‘অন্থ রসিকরঞ্জন কথা’, ‘No Apology’, ‘Freedom or Fraud of the Press’।
পূর্ববর্তী:
« কেদারনাথ গোস্বামী
« কেদারনাথ গোস্বামী
পরবর্তী:
কেদারনাথ চট্টোপাধ্যায় »
কেদারনাথ চট্টোপাধ্যায় »
Leave a Reply