কেদারনাথ গোস্বামী (১৯০১ – ১৯৬৫)। পিতা ব্ৰহ্মানন্দের কর্মস্থল আসামের জখলাবান্ধা নওগাঁয় জন্ম। কলেজের শিক্ষা বেশিদূর না হলেও হিন্দী, ইংরেজী, আরবী, ফারসী ও উর্দু ভাষায় তার যথেষ্ট জ্ঞান ছিল। হিন্দু ধর্মগ্রন্থ, কোরান ও বাইবেল পাঠের সঙ্গে মার্ক্স, এঙ্গেলস প্রভৃতির লেখাও মনোযোগ সহকারে পড়তেন। ১৯২১ – ৩৮ খ্রী. জাতীয় কংগ্রেসের সমর্থক ছিলেন। ডিব্ৰুগড় তখন তাঁর কর্মকেন্দ্র ছিল। অস্পৃশ্যতা, বৰ্ণভেদ ও পর্দা-প্রথার বিরোধী ছিলেন। ১৯৩০-৩৯ খ্রী. ‘আসাম টাইমস’ পত্রিকা সম্পাদনা করেন। তার লেখার জন্য পত্রিকাটি আসামের চা-বাগানের মালিকদের আর্থিক সাহায্য হারায়। ১৯৩৯ খ্রী. ‘কৃষক বড়ুয়া পঞ্চায়েৎ’ স্থাপন করেন ও তার সভাপতি হন। কৃষক ও শ্রমিকদের ওপর যে শোষণ-অত্যাচার চলে তার প্রতিবাদ করে বহু রচনা প্ৰকাশ করেন। তার নেতৃত্বে আসামে শ্রমজীবী মানুষের আন্দোলন জোরদার হয়ে ওঠে। ১৯৩৮ খ্রী. আরসিপিআই দলের সভ্য হন। সারা জীবন দরিদ্র মানুষের সমপর্যায়ে থেকে তাদের জন্য সংগ্ৰাম করে গেছেন। গোয়ালপাড়ায় অন্তরীণ থাকাকালে যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে দারুণ দুর্দশায় তার মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« কেদার রায়
« কেদার রায়
পরবর্তী:
কেদারনাথ ঘোষ »
কেদারনাথ ঘোষ »
Leave a Reply