কৃষ্ণানন্দ সার্বভৌম (আনুমানিক ১৭৭৫ – ১৮৪০) বাকলা — বরিশাল। রামকান্ত তর্কালঙ্কার। বরিশাল কলসকাঠির বিখ্যাত ব্ৰাহ্মণ জমিদার-বংশের আশ্রয়ে যে-সমস্ত পণ্ডিত বাকলা সমাজকে উজ্জ্বল করেছেন তাদের মধ্যে কৃষ্ণানন্দ বিশেষভাবে স্মরণীয়। নবদ্বীপে শঙ্কর তর্কবাগীশের কাছে অধ্যয়নকালেই তিনি যশস্বী হয়েছিলেন। তার পাণ্ডিত্য-খ্যাতির জন্য মিথিলা প্রভৃতি ভারতের নানা অঞ্চল থেকে বহু ছাত্র তার টোলে অধ্যয়নের জন্য আসত। বাকলার সমগ্ৰ পণ্ডিতমণ্ডলীর বিরুদ্ধে দাড়িয়ে তিনি একবার নবমীর দিনই দুর্গা-প্রতিমা বিসর্জন দেন। ‘কৃষ্ণানন্দী দশহরা’র কথা লোকমুখে প্রচারিত আছে।
পূর্ববর্তী:
« কৃষ্ণানন্দ ব্ৰহ্মচারী
« কৃষ্ণানন্দ ব্ৰহ্মচারী
পরবর্তী:
কৃষ্ণানন্দ স্বামী »
কৃষ্ণানন্দ স্বামী »
Leave a Reply