কৃষ্ণানন্দ ব্যাস, রাগসাগর (আনুমানিক ১৭৯৪- ?) জোহৈনি — উদয়পুর। জাতিতে রাজপুত। বৃন্দাবনে সঙ্গীতশিক্ষাপ্ৰাপ্ত হন। শোভাবাজার রাজবাড়িতে রাধাকান্ত দেবের আশ্রয়ে তার সঙ্গীতসাধনার বিকাশ ঘটে। রাজা কর্তৃক ‘রাগসাগর’ উপাধিতে ভূষিত হন। রাধাকান্ত দেবের শব্দকল্পদ্রুমের অনুকরণে তার সংকলিত বিখ্যাত সঙ্গীতকোষ ‘রাগাকল্পদ্রুম’ ১৮৪২ – ৪৯ খ্রী. মধ্যে তিনখণ্ডে কলিকাতা থেকে প্ৰকাশিত হয়। এই গ্রন্থে বাংলা ও ভারতের বিভিন্ন ভাষায় এবং ইংরেজী, বর্মী, চীনা, পেগুয়ান ইত্যাদিতে মোট ৪৫টি ভাষার গান স্থান পেয়েছে এবং সর্বসমেত গান আছে ১৩৮৯২টি।
পূর্ববর্তী:
« কৃষ্ণানন্দ আগমবাগীশ
« কৃষ্ণানন্দ আগমবাগীশ
পরবর্তী:
কৃষ্ণানন্দ ব্ৰহ্মচারী »
কৃষ্ণানন্দ ব্ৰহ্মচারী »
Leave a Reply