কৃষ্ণানন্দ আগমবাগীশ (১৭শ শতাব্দী) নবদ্বীপ। মহেশ্বর গৌড়াচার্য। জনশ্রুতি অনুসারে তিনি চৈতন্যদেবের সমসাময়িক এবং বর্তমান কালে পূজিত কালীমূর্তির প্রবর্তক ছিলেন। নবদ্বীপের আগমবাগীশতলায় তার প্রতিষ্ঠিত বলে কথিত প্ৰসিদ্ধ কালীর ঘট এখনও পূজিত হয়। তান্ত্রিক ব্যভিচার থেকে দেশকে রক্ষার জন্য তিনি প্ৰমাণিক তান্ত্রিক নিবন্ধ-সংবলিত ‘তন্ত্রসার’ গ্ৰন্থ রচনা করেন। ‘তন্ত্ৰদীপিকা’-রচয়িতা গোপাল পঞ্চানন তার পৌত্র।
পূর্ববর্তী:
« কৃষ্ণলাল বসাক
« কৃষ্ণলাল বসাক
পরবর্তী:
কৃষ্ণানন্দ ব্যাস, রাগসাগর »
কৃষ্ণানন্দ ব্যাস, রাগসাগর »
Leave a Reply