কৃষ্ণলাল দত্ত (১৮৫৯ – ?) নরাইল—যশোহর। দ্বারিকানাথ। ১৮৭৯ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে অঙ্কশাস্ত্ৰে প্ৰথম স্থান অধিকার করে বি-এ এবং ১৮৮১ খ্রী. এম.এ পাশ করেন। এই বছরই সামান্য বেতনে ভারত সরকারের কন্ট্রোলার-জেনারেল অফিসের কেরানীর পদ পান। ১৮৯৪ খ্রী অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার-জেনারেল পদে উন্নীত হন। ১৯০০ – ১৯০২ খ্রী. মাদ্রাজ সরকারের হিসাব-পরীক্ষক নিযুক্ত হয়ে মিউনিসিপ্যালিটি-সমূহের জন্য সম্পূর্ণ নূতন ধরনের হিসাবপ্রণালী প্রবর্তন করেন। অন্যান্য প্রদেশে পূর্বেই তিনি ‘মিউনিসিপ্যাল একাউন্টস কোড’ প্রবর্তন করেছিলেন। ভারত সরকারের আয়-ব্যয়ের হিসাব-পরীক্ষক ছিলেন (১৯০৩-১৯০৭)। ১৯০৭ খ্রী. ডাকঘরসমূহের সর্বাধ্যক্ষ নিযুক্ত হন। ১৯০৯ খ্রী ঐ বিভাগের সহজ হিসাবপ্রণালী প্রবর্তনের জন্য ভারপ্রাপ্ত হন এবং ১৯১০ খ্রী. অ্যাকাউন্ট্যান্ট-জেনারেল নির্বাচিত হন। একই সঙ্গে বিশেষভাবে মূল্যবৃদ্ধি-তদন্তের কাজে তাঁকে নিযুক্ত করা হয়। ১৯১৩ খ্রী. মাদ্রাজের প্রধান হিসাবরক্ষক হন এবং ১৯১৫ খ্রী. ভারত সরকারের সুপারিশক্রমে মহীশূর সরকার তাকে রাজস্ব সম্বন্ধীয় বিশেষ কর্মচারী নিযুক্ত করেন। ১৯১৮ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রর নিযুক্ত হন।
পূর্ববর্তী:
« কৃষ্ণরাম ভট্টাচাৰ্য
« কৃষ্ণরাম ভট্টাচাৰ্য
পরবর্তী:
কৃষ্ণলাল বসাক »
কৃষ্ণলাল বসাক »
Leave a Reply