কৃষ্ণরাম ভট্টাচাৰ্য (১৭শ – ১৮শ শতাব্দী) মালীপোতা-নদীয়া। আসামের আহমবংশীয় নরপতি রুদ্ৰসিংহ হিন্দু ধর্মানুযায়ী ক্রিয়া ও অনুষ্ঠানাদি সম্পাদন করার জন্য ১৬৯৬-১৭১৪ খ্রী. মধ্যে কৃষ্ণরামকে প্রচুর বৃত্তি ও ভূমি দান করে কামরূপে আনয়ন করেন এবং তাঁর নিকট শক্তিমন্ত্রে দীক্ষাগ্ৰহণ করেন। কামাখ্যা মন্দির রক্ষার ভারও তার উপর অর্পিত হয়। আসামের প্রায় সমস্ত শাক্ত তার শিষ্য। বংশধরগণ ‘পার্বতীয়া গোসাই’ নামে পরিচিত। ‘ন্যায়বাগীশ’ উপাধিপ্ৰাপ্ত ছিলেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণরাম বসু
« কৃষ্ণরাম বসু
পরবর্তী:
কৃষ্ণলাল দত্ত »
কৃষ্ণলাল দত্ত »
Leave a Reply