কৃষ্ণরাম বসু (১৭৩৩ – ১৮১১) তড়াগ্রাম-হুগলী। দয়ারাম। কলিকাতায় এসে পিতার সামান্য মূলধন দিয়ে লবণের ব্যবসায় শুরু করেন। কিছুকাল পরে ঈস্ট ইন্ডিয়া কোম্পানীর অধীনে হুগলীর দেওয়ানী পান ও প্রচুর অর্থের অধিকারী হন। বাঙলাদেশ ছাড়া কাশী, কটক, পুরী, ভাগলপুর প্রভৃতি বহু স্থানে তিনি দান ও জনহিতকর কাজের জন্য বিখ্যাত ছিলেন। শ্ৰীরামপুরের মহেশের রথ তিনিই প্ৰতিষ্ঠা করেন। তড়াগ্রাম থেকে মথুরাবাটী পর্যন্ত তাঁর নির্মিত পথ ‘কৃষ্ণজাঙ্গাল’ নামে পরিচিত। পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ-নির্মাণ তার অপর কীর্তি। এ ছাড়া যশোহরে শ্রীশ্রীমদনগোপাল, বীরভূমে শ্রীশ্রীরাধাকৃষ্ণ মূর্তি, কাশীতে ও ভাগলপুরে শিবমন্দির এবং গয়ায় রামশিলা সোপানশ্রেণী প্রভৃতির স্থাপয়িতা। বৃদ্ধবয়সে কাশীবাসী হন।
পূর্ববর্তী:
« কৃষ্ণরাম দাস
« কৃষ্ণরাম দাস
পরবর্তী:
কৃষ্ণরাম ভট্টাচাৰ্য »
কৃষ্ণরাম ভট্টাচাৰ্য »
Leave a Reply