কৃষ্ণরাম দাস (আনুমানিক ১৬৬৬ – ?) নিমতা—চব্বিশ পরগনা। ভগবতী দাস। তার রচিত প্ৰসিদ্ধ গ্ৰন্থ ‘কালিকামঙ্গল’। ‘বিদ্যাসুন্দর’ রচনার প্রায় পঞ্চাশ বছর পূর্বে এই গ্ৰন্থ রচিত হয়। এই হিসাবে তিনিই বাংলা কাব্যে বিদ্যাসুন্দর কাহিনী রচনার পথিকৃৎ। রচিত অন্যান্য গ্রন্থাবলী : ‘দক্ষিণ রায়ের উপাখ্যান বা রায়মঙ্গল’, ‘অশ্বমেধ পর্ব’, ‘ভজন মালিকা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« কৃষ্ণমোহন মল্লিক
« কৃষ্ণমোহন মল্লিক
পরবর্তী:
কৃষ্ণরাম বসু »
কৃষ্ণরাম বসু »
Leave a Reply