কৃষ্ণবিহারী সেন (৩.১২.১৮৪৭ – ২৯.৫.১৮৯৫) কলিকাতা। প্যারীমোহন। ব্ৰাহ্মনেতা কেশব সেনের অনুজ। প্রবেশিকায় বৃত্তি পান এবং এম.এ. পরীক্ষায় (১৮৬৯) সর্বোচ্চ স্থান অধিকার করেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। ১৮৭৫ খ্রী. জয়পুর কলেজের অধ্যক্ষ এবং শেষে জয়পুরের শিক্ষাকর্তা নিযুক্ত হন। ১৮৮৩ খ্রী. আবগারী বিভাগের উচ্চপদ লাভ করেন। ইন্ডিয়ান মিরর’, ‘সানডে মিরর’ এবং ‘দি লিবারেল অ্যান্ড দি নিউ ডিস্পেনসেশন’ পত্রিকার সম্পাদক ছিলেন। ‘বিধবা বিবাহ’ নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেন। নাট্যসমিতির সদস্য ও নাট্যশিক্ষক ছিলেন। ১৮৮২ খ্রী. রবীন্দ্রনাথের সঙ্গে ‘সারস্বত সমাজে’র যুগ্ম-সম্পাদক নিযুক্ত হন। ‘সাধনা’ পত্রিকার অন্যতম বিশিষ্ট লেখক ছিলেন। তার লিখিত ‘বুদ্ধচরিত’ ধারাবাহিকভাবে সাধনায় প্রকাশিত হয়। প্ৰকাশিত অন্যান্য গ্ৰন্থ : ‘অশোকচরিত’, ‘কবিতমালা’, ‘নব বিধান কি!’ প্রভৃতি। বহুভাষাবিদ ছিলেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণপ্ৰিয়া, রাণী
« কৃষ্ণপ্ৰিয়া, রাণী
পরবর্তী:
কৃষ্ণভাবিনী দাস »
কৃষ্ণভাবিনী দাস »
Leave a Reply