কৃষ্ণপ্ৰসাদ বসাক (১২৭৩ – ১৩৪৪ বঙ্গাব্দ) ঢাকা। প্রখ্যাত শিক্ষাব্ৰতী। ব্ৰাহ্মনেতা নবকান্ত চট্টোপাধ্যায়ের সংস্পর্শে এসে ব্ৰাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন। সিটি কলেজ থেকে বি.এ. পাশ করে নব-প্রতিষ্ঠিত ব্ৰাহ্ম বালিকা শিক্ষালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত হন। পরে দীর্ঘকাল লক্ষ্ণৌতে ‘অ্যাডভোকেট’ পত্রিকার সম্পাদক ছিলেন। গিরিডিতে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। লেডি অবলা বসুর সহকর্মিরূপে নারী শিক্ষা সমিতির মাধ্যমে অনাথা বিধবাদের অর্থকরী শিক্ষা দেবার চেষ্টা করেন এবং তারই উদ্যোগে সমিতির তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় প্ৰায় দুইশত প্ৰাথমিক বিদ্যালয় স্থাপিত হয়।
পূর্ববর্তী:
« কৃষ্ণপাল
« কৃষ্ণপাল
পরবর্তী:
কৃষ্ণপ্ৰিয়া, রাণী »
কৃষ্ণপ্ৰিয়া, রাণী »
Leave a Reply