কৃষ্ণনাথ ন্যায়পঞ্চানন, মহামহোপাধ্যায় (১২৪০ — ২৬.৮.১৩১৮ ব) পূর্বস্থলী-নবদ্বীপ। পাণ্ডিত্য ও নিরপেক্ষতাগুণে তিনি শ্ৰীভারত ধর্মমহামণ্ডলের ব্যবস্থাপক পদে প্রতিষ্ঠিত হন। নবদ্বীপরাজ কর্তৃক নবদ্বীপের প্রধান স্মার্তের পদে বহুদিন অধিষ্ঠিত ছিলেন। নিজের বাড়িতে চতুষ্পাঠী স্থাপন করে বিভিন্ন শাস্ত্রের অধ্যাপনা এবং চর্চা করতেন। ‘কর্পূরাদি স্তোত্র’, ‘অভিজ্ঞানশকুন্তলম’, ‘মলমাসতত্ত্ব’, ‘বেদান্ত-পরিভাষা’, ‘মীমাংসান্যায়প্রকাশ’, ‘অর্থসংগ্ৰহ’ প্রভৃতির সটীক সংস্করণ প্রকাশ করেন। ‘বাতদূত’, ‘স্মৃতিসিদ্ধান্ত’, ‘বৃহন্মুগ্ধবোধ’, ‘শ্যামাসন্তোষ’ প্রভৃতি তার অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ। ১৮৯১ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণধন মিত্র
« কৃষ্ণধন মিত্র
পরবর্তী:
কৃষ্ণপাদ (কহ্নু-পা বা কাহ্ন-পা) »
কৃষ্ণপাদ (কহ্নু-পা বা কাহ্ন-পা) »
Leave a Reply