কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় (মার্চ ১৮৪৬ – ২০.২.১৯০৪) কলিকাতা। হেয়ার স্কুল ও হিন্দু কলেজের ছাত্র। ১৮৬২ খ্রী এন্ট্রান্স পাশ করেন। ১৩ বছর বয়সে মধুসূদন-রচিত ‘শৰ্মিষ্ঠা’ নাটকে নামভূমিকায় অভিনয় করে (৩.৯.১৮৫৯) সুনাম অর্জন করেন। ক্ষেত্রমোহন গোস্বামীর কাছে ধ্রুপদ, খেয়াল ও বিদেশী শিক্ষকের কাছে পিয়ানো এবং গোয়ালিয়রে সেতার শেখেন। কর্মজীবনে প্রথমে গোয়ালিয়র রাজস্কুলে শিক্ষকতা (১৮৬৫) করার তিন বছর পর কুচবিহারের স্ট্যাম্প অফিসার এবং ১৮৭২ খ্ৰী. ডেপুটি ম্যাজিষ্ট্রেটের পদ লাভ করেন। কিন্তু সঙ্গীতচর্চায় ব্যাঘাত ঘটায় কর্মত্যাগ করেন। কলিকাতায় সঙ্গীত-বিদ্যালয় প্রতিষ্ঠায় এবং গ্রেট ন্যাশনাল থিয়েটার (মিনার্ভা) ইজারা নিয়ে ব্যবসায়ের চেষ্টা করে তিনি অকৃতকার্য হন। পুনরায় চাকরি নিয়ে কুচবিহার যান। পরে গৌরীপুররাজ প্রতাপচন্দ্র বড়ুয়ার সঙ্গীতশিক্ষক নিযুক্ত হন। এখানেই মৃত্যু। তার রচিত ‘বঙ্গৈকতান’ (১৮৬৭) ঐকতান-বাদন বিষয়ে বাংলা ভাষার প্রথম প্ৰকাশিত গ্ৰন্থ। ভারতীয় সঙ্গীতে পাশ্চাত্য স্বরসংগতির (হারমনি) প্রয়োগ-বিষয়ে তার ‘হিন্দুস্থানী এয়ার অ্যারেনজড ফর দি পিয়ানোফর্টে’ গ্রন্থে তিনিই প্ৰথম আলোচনা করেন (১৮৬৮)। সঙ্গীত-বিষয়ে তার গবেষণার শ্রেষ্ঠ অবদান ‘গীতসূত্রসার’ (২ খন্ড)। রচিত অন্যান্য গ্রন্থঃ ‘চীনের ইতিহাস’, ‘সঙ্গীত শিক্ষা’, ‘হারমোনিয়াম শিক্ষা’, ‘সেতার শিক্ষা’ প্রভৃতি। তাঁর গ্রন্থাবলী এবং তাঁর অনুসৃত রেখামাত্রিক স্বরলিপি (স্টাফ নোটেশন) পাশাচ্য সঙ্গীতে তাঁর বিশেষ ব্যুৎপত্তির পরিচায়ক।
পূর্ববর্তী:
« কৃষ্ণদাস, (দুঃখী বা দুঃখিনী), শ্যামানন্দ
« কৃষ্ণদাস, (দুঃখী বা দুঃখিনী), শ্যামানন্দ
পরবর্তী:
কৃষ্ণধন মিত্র »
কৃষ্ণধন মিত্র »
Leave a Reply