কৃষ্ণদাস লাউড়িয়া (১৫শ শতাব্দী)। লাউড়-নবগ্রাম-শ্ৰীহট্ট। গৃহস্থাশ্রমের নাম দিব্যসিংহ। শ্ৰীহট্ট জেলার লাউড় পরগনার রাজা ছিলেন। অদ্বৈত মহাপ্রভুর পিতা কুবের তর্কপঞ্চানন তাঁর মন্ত্রী ছিলেন। কুবের পণ্ডিত রাজকাৰ্য থেকে অবসর নিয়ে শান্তিপুরে বাস করেন। দিব্যসিংহ সেখানে এসে অদ্বৈত মহাপ্রভুর কাছে ভক্তিধর্মে দীক্ষা নিয়ে বাকী জীবন শান্তিপুরেই কাটান। তিনি প্রত্যক্ষদৃষ্ট ঘটনামূলক অদ্বৈতাচার্যের জীবনী ‘বাল্যলীলাসূত্রম’ গ্রন্থের রচয়িতা। তা ছাড়া ‘বিষ্ণুভক্তি রত্নাবলী’ গ্রন্থ তিনি পাঁচালী ছন্দে বঙ্গানুবাদ করেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণদাস রায়
« কৃষ্ণদাস রায়
পরবর্তী:
কৃষ্ণদাস, (দুঃখী বা দুঃখিনী), শ্যামানন্দ »
কৃষ্ণদাস, (দুঃখী বা দুঃখিনী), শ্যামানন্দ »
Leave a Reply