কৃষ্ণদাস বাবাজী। লালদাস নামেও পরিচিত ছিলেন। তিনি নাভাজী বিরচিত হিন্দী গ্ৰন্থ ‘ভক্তমাল’-এর বঙ্গানুবাদ করেন। বহু ভক্ত বৈষ্ণবের জীবনী ও বৈষ্ণবের জীবনী ও বৈষ্ণবদের বহু গ্রন্থের তত্ত্বসমূহ তাঁর অনুবাদ-গ্রন্থের গৌরব বৃদ্ধি করেছে। বৃন্দাবনে এই নামে একাধিক সিদ্ধ বৈষ্ণব গ্ৰন্থকর্তার সন্ধান পাওয়া যায়। তন্মধ্যে একজন ‘প্রার্থনামূত-তরঙ্গিণী’ নামক বাংলা এবং ‘ভাবনাসার-সংগ্ৰহ’ নামক সংস্কৃত গ্রন্থের সঙ্কলক। তারই নির্ধারিত ভজন-পদ্ধতি ব্ৰজে অনুসৃত হয়।
পূর্ববর্তী:
« কৃষ্ণদাস পাল, রায়বাহাদুর
« কৃষ্ণদাস পাল, রায়বাহাদুর
পরবর্তী:
কৃষ্ণদাস রায় »
কৃষ্ণদাস রায় »
Leave a Reply