কৃষ্ণদাস পাল, রায়বাহাদুর, সি.আই.ই. (১৮৩৮ – ২৪.৭.১৮৮৪)। কাঁসারিপাড়া-কলিকাতা। ঈশ্বরচন্দ্ৰ। প্ৰখ্যাত সাংবাদিক, বাগ্মী ও রাজনীতিজ্ঞ। দরিদ্র পরিবারে জন্ম। ওরিয়েন্টাল সেমিনারীতে পাঁচ বছর এবং হিন্দু মেট্রোপলিটান কলেজে তিন বছর (১৮৫৪ – ৫৭) অধ্যয়ন করেন। কলেজে ছাত্রাবস্থায় ‘ক্যালকাটা লিটারারি ফ্রি ডিবেটিং ক্লাব’ প্ৰতিষ্ঠা করেন। তার রচিত ‘দি ইয়ং বেঙ্গল ভিন্ডিকেটেড’ প্ৰবন্ধ (১৮৫৬) সে-যুগে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল। হরিশ মুখার্জী সম্পাদিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার আদর্শে ‘দি ক্যালকাটা মান্থলী’ ম্যাগাজিন প্ৰকাশ করেন। সহযোগী ছিলেন শম্ভুচন্দ্ৰ মুখার্জী। কিছুদিন জজ কোর্টে অনুবাদকের কাজ করেন এবং কর্মচ্যুতির পর সাংবাদিকতা শুরু করেন। ১৮৬১ খ্রী. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হন। একাদিক্ৰমে ২৩ বছর সম্পাদনায় তৎকালীন রাজনীতিতে তার প্রভাব বিস্তারলাভ করে। ‘ইলবার্ট বিল’, ‘ইমিগ্রেশন বিল’, ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ ইত্যাদি আইন প্রণয়নের সময় নিজ সংবাদপত্রে চা-শ্রমিকদের পক্ষে, সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে ও দেশীয় ডেপুটি ম্যাজিষ্ট্রেটদের সপক্ষে প্ৰবন্ধ রচনা করে জনপ্রিয় হয়েছিলেন। ‘ইমিগ্রেশন বিল’ দ্বারা চা-শ্রমিকদের নির্যাতন-ব্যবস্থার প্রতিবাদে কৃষ্ণদাস এই বিলকে ‘The Slave Law of India’ বলে অভিহিত করেন। ক্রমে তিনি সমাজে প্রতিষ্ঠিত ও রাজনীতিজ্ঞ হিসাবে পরিচিত হয়ে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে’র সহ-সম্পাদক থেকে স্থায়ী সম্পাদক হন। মিউনিসিপ্যাল কমিশনার, জাস্টিস অফ দি পীস, বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ও ১৮৮৩ খ্রী. ‘বেঙ্গল টেন্যান্সি বিল’ নিয়ে বিতর্কের সময় তিনি জমিদার-শ্রেণীর প্রতিভুরূপে ‘ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা’র সদস্য মনোনীত হন।
পূর্ববর্তী:
« কৃষ্ণদাস কবিরাজ
« কৃষ্ণদাস কবিরাজ
পরবর্তী:
কৃষ্ণদাস বাবাজী »
কৃষ্ণদাস বাবাজী »
Leave a Reply