কৃষ্ণদাস (দেবেন্দ্ৰকুমার সিংহরায়) (১৮৮৯ – ১০.১১.১৯৭৯) খাজুরিয়া-চাঁদপুর। পিতা রাধামাধব জাতীয় সংগঠনের কাজে হরদয়াল নাগের অন্যতম বিশ্বস্ত সহকর্মী ছিলেন। পিতার প্রেরণাতেই কৃষ্ণদাস জাতীয় আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। ১৯০৬ খ্ৰী স্থাপিত চাঁদপুর জাতীয় বিদ্যালয়ের তিনি প্রথম যুগের ছাত্র। পরে কলিকাতায় এসে জাতীয় শিক্ষা পরিষদ পরিচালিত বেঙ্গল ন্যাশনাল কলেজে ভর্তি হন। ডন সোসাইটি-খ্যাত আচার্য সতীশচন্দ্রের পরামর্শে তিনি মহাত্মা গান্ধীর কাছে থেকে তার সেবায় আত্মনিয়োগ করেন। ১০ই মার্চ ১৯২২ খ্রী. গান্ধীজীর গ্রেপ্তারের আগে সাত মাস তিনি মহাত্মার প্রাইভেট সেক্রেটারী ছিলেন। ইংরেজী ও বাংলায় রচিত তার গ্ৰন্থ ‘মহাত্মা গান্ধীর সঙ্গে সাত মাস’ উল্লেখযোগ্য। এক সময়ে তিনি গোরক্ষপুরে একটি ধর্মগ্রন্থ প্রকাশন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণদয়াল বসু
« কৃষ্ণদয়াল বসু
পরবর্তী:
কৃষ্ণদাস কবিরাজ »
কৃষ্ণদাস কবিরাজ »
Leave a Reply