কৃষ্ণদাস, (দুঃখী বা দুঃখিনী) (? – ১৬৩০) হণ্ডেশ্বর-মেদিনীপুর। শ্ৰীকৃষ্ণমণ্ডল। খ্যাতনামা পদাবলী-রচয়িতা। পদাবলী ছাড়াও ‘অদ্বৈততত্ত্ব’, ‘উপাসনা-সার-সংগ্ৰহ’, ‘বৃন্দাবন-পরিক্রম’ প্রভৃতি গ্ৰন্থ রচনা করেন। বৈষ্ণবধর্ম প্রচারে উড়িষ্যায় যান। শ্যামাদাস বা শ্যামানন্দ পুরী নামেও পরিচিত ছিলেন। তার শিষ্য রসিকানন্দ শ্যামানন্দী সম্প্রদায়ের নেতা হন।
পূর্ববর্তী:
« কৃষ্ণদাস লাউড়িয়া
« কৃষ্ণদাস লাউড়িয়া
পরবর্তী:
কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় »
কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply