কৃষ্ণদয়াল বসু (২৭.১.১৮৯৭ – ?) চক-মীরপুর-ঢাকা। হরিদয়াল। প্রখ্যাত শিশু-সাহিত্যিক। ইংরেজীতে প্ৰথম শ্রেণীর অনার্স সহ বি-এ পাশ করে (১৯১৬) কর্মজীবন শুরু স্কুলের শিক্ষক হিসাবে। ১৯২৮ খ্রী. ময়মনসিংহের চন্দ্ৰকোনা হাই স্কুলের প্রধান শিক্ষকের পদ ছেড়ে তিনি কলিকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক হয়ে আসেন এবং অবসর-গ্রহণের পূর্ব পর্যন্ত এখানেই সুখ্যাতির সঙ্গে ইংরেজী ও বাংলার শিক্ষকতা করেন। ‘খোকাখুকু’, ‘শিশুসাথী’, ‘পাঠশালা’, ‘কৈশোরিকা’ প্ৰভৃতি শিশু ও কিশোর মাসিক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। পত্রিকায় প্রকাশিত কবিতাগুলি পরে ‘রুনুঝুনু’ নামে পুস্তকাকারে প্রকাশিত হয়। তার অপর কবিতার বই ‘ছড়া ও ছন্দ’ (১৯৫৭)। রচিত। অন্যান্য গ্ৰন্থ : ‘মোহানা’; অনুবাদ-’ডেভিড লিভিংস্টোন’, ‘অ্যানডারসনের গল্প’, ‘অন্তরের অন্তরালে’, ‘ভার্জিন সয়েল’, ‘মেঘদূত’; অন্যান্য-‘পড়ার পরেও ভাবতে হয়’, ‘কথা নিয়ে খেলা’ প্রভৃতি। তার রচিত স্কুলপাঠ্য কয়েকটি পুস্তকও এক সময়ে সমাদৃত ছিল।
পূর্ববর্তী:
« কৃষ্ণদয়াল চন্দ্ৰ
« কৃষ্ণদয়াল চন্দ্ৰ
পরবর্তী:
কৃষ্ণদাস (দেবেন্দ্ৰকুমার সিংহরায়) »
কৃষ্ণদাস (দেবেন্দ্ৰকুমার সিংহরায়) »
Bibhas Chandra De
আমরা ১৯৫৫- ৬০ সালে মিত্র ইন্সটিটিউশন ( মেন ) স্কুলে পড়াকালীন, কৃষ্ণদয়াল বসুকে বাংলার শিক্ষক হিসেবে পেয়েছিলাম। সে এক অনন্য অভিজ্ঞতা।