কৃষ্ণচন্দ্ৰ সিংহ, লালাবাবু (১৭৭৬ – ১৪.৫.১৮২২)। পাইকপাড়া রাজবংশের অন্যতম পূর্বপুরুষ ও দেওয়ান গঙ্গাগোবিন্দের পৌত্র। প্ৰাণকৃষ্ণ। কিছুকাল কটক ও বর্ধমানে দেওয়ানীর কাজ করেন। পরে দেওয়ানী ছেড়ে দিয়ে পৈতৃক জমিদারী দেখাশুনা করতে থাকেন। কোন একসময় সায়াহ্নে গৃহে ফেরার পথে অকস্মাৎ নিদ্রামগ্ন পিতার উদ্দেশে এক রাজক-কন্যার ‘উঠ বাবা, বেলা যায়’ এই আহ্বান শুনে তার মনে বৈরাগ্যের উদয় হয় এবং সংসারধর্ম ত্যাগ করে বরাবর ব্রজধামে চলে যান। বৃন্দাবনে ২৫ লক্ষ টাকা ব্যয়ে এক মন্দির নির্মাণ করে সেখানে ‘কৃষ্ণচন্দ্রমা’ নামে বিগ্ৰহ প্রতিষ্ঠা করেন এবং ‘লালাবাবুর কুঞ্জ’ নামে একটি অন্নসত্র খোলেন। তা ছাড়া দু’লক্ষ টাকা ব্যয়ে মথুরায় রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড সংস্কার করেন। সদনুষ্ঠানের জন্য উত্তর ভারতে ‘লালাবাবু’ নামে খ্যাত হন। ৪০ বৎসর বয়সে তিনি মাধুকরী বৃত্তি গ্ৰহণ করেন। পরে কৃষ্ণদাস বাবাজী তাকে দীক্ষা দেন। বাঙলা ও উত্তর প্রদেশে তার বিশাল জমিদারী তার পত্নী কাত্যায়নী দেবী দেখাশুনা করতেন। বৃন্দাবনে মৃত্যু।
পূর্ববর্তী:
« কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য
« কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য
পরবর্তী:
কৃষ্ণচন্দ্ৰ স্মৃতিতীর্থ »
কৃষ্ণচন্দ্ৰ স্মৃতিতীর্থ »
Leave a Reply