কৃষ্ণকান্ত ভাদুড়ী (১১৯৮ – ১২৫১ ব.) বাড়েবাকা—নদীয়া। নদীয়ার মহারাজ গিরিশচন্দ্রের সভার প্রসিদ্ধ হাস্যরসিক স্বভাব-কবি। সংস্কৃত, বাংলা, হিন্দী ও ফারসী ভাষায় সুপণ্ডিত ছিলেন। মুখে মুখে পয়ার, ত্রিপদী ও চতুষ্পদী ছন্দে কবিতা রচনা করতে এবং কেহ কোন সমস্যা দিলে তৎক্ষণাৎ তা কবিতায় পূরণ করতে পারতেন। মহারাজ তাকে ‘রসসাগর’ উপাধিতে ভূষিত করেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণকান্ত বসু
« কৃষ্ণকান্ত বসু
পরবর্তী:
কৃষ্ণকামিনী দাসী »
কৃষ্ণকামিনী দাসী »
Leave a Reply