কৃষ্ণকান্ত পালচৌধুরী (১৭৪৯ – ১৮০৯)। সহস্ররাম পাল। রানাঘাট পালচৌধুরী বংশের প্রতিষ্ঠাতা। লেখাপড়া শিখবার সুযোগ পান নি। পান বিক্রি করে জীবিকার্জন শুরু করেন কলে ‘কৃষ্ণপান্তী’ নামে আখ্যাত হন। পরে নানান ব্যবসায়ে লিপ্ত হয়ে প্রচুর অর্থের অধিকারী হন এবং কয়েকটি জমিদারি ক্রয় করেন। ১৭৯৯ খ্রী. রানাঘাট ক্রয় করে সেখানে বাসভবন নির্মাণ করে স্থায়িভাবে বসবাস শুরু করেন। কৃষ্ণনগরের রাজার কাছ থেকে তিনি ‘চৌধুরী’ উপাধি পান এবং ১৮১৪ খ্ৰী মার্কুইস অফ হেস্টিংসের রানাঘাট পরিদর্শনকালে তার কাছ থেকে ‘পালচৌধুরি’ পদবী ও আসাসোঁটা ব্যবহারের অনুমতিলাভ করেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণকান্ত পাঠক
« কৃষ্ণকান্ত পাঠক
পরবর্তী:
কৃষ্ণকান্ত বসু »
কৃষ্ণকান্ত বসু »
Leave a Reply