কৃষ্ণচন্দ্ৰ দে (২৪.৮.১৮৯৩ – ২৮.১১.১৯৬২) কলিকাতা। শিবচন্দ্র। চৌদ্দ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। ষোল বছর বয়সে শশিমোহন দে’র শিষ্যত্ব গ্ৰহণ করে সঙ্গীতচর্চা শুরু করেন। ক্রমে টপ্পাচার্য মহেশচন্দ্র মুখোপাধ্যায়, সরোদি কেরামৎউল্লা, ওস্তাদ বাদল খাঁ, শিবসেবক মিশ্র, দবীর খাঁ, দর্শন সিং, জমিরুদিন খাঁ, কীর্তনীয়া রাধারমণ দাস প্রমুখ গুণীদের কাছে সঙ্গীত শিক্ষা করেন। গ্রামোফোন রেকর্ড, সিনেমা, বেতার, রঙ্গমঞ্চ, সঙ্গীত-সম্মেলন ইত্যাদিতে বিভিন্ন রীতির সঙ্গীত পরিবেশন করে বিপুল জনপ্রিয়তার অধিকারী হন। ১৯৩১ খ্রী. প্রতিষ্ঠিত রঙমহল থিয়েটারের পরিচালকদের অন্যতম ছিলেন। তাঁর দেওয়া সুর রঙমহল, মিনার্ভা ও অন্যান্য থিয়েটারে বিশেষ জনপ্রিয় হয়েছিল। বাংলা, হিন্দী, উর্দু ও গুজরাটি ভাষায় সহস্ৰাধিক গানের রেকর্ড আছে। এক সময়ে তার গাওয়া গান বাঙলা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। কলিকাতা ও বোম্বাইয়ের বিভিন্ন ছায়াছবিতে এবং শিশির ভাদুড়ীর রঙ্গমঞ্চ ও রঙমহলে নানা ভূমিকায় অভিনয় করেন। তিনি একাধারে সুরস্রষ্টা, গায়ক, ট্রেনার, অপেরা মাস্টার ও অভিনেতা ছিলেন।
পূর্ববর্তী:
« কৃষ্ণচন্দ্র রায়
« কৃষ্ণচন্দ্র রায়
পরবর্তী:
কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
কৃষ্ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
Leave a Reply