কৃষ্ণকমল গোস্বামী (১৮১০ – ১৮৮৮) ভজনঘাট-নদীয়া। মুরলীধর। বৈদ্যবংশীয় বিখ্যাত যাত্ৰা-পালাকার ও পদকর্তা। বৃন্দাবন ও নদীয়ায় শিক্ষাপ্রাপ্ত হয়ে জীবিকার্জনের জন্য ঢাকা যান। তার রচিত প্ৰসিদ্ধ পালাসমূহ: ‘নন্দহরণ’, ‘স্বপ্নবিলাস’, ‘রাই উন্মাদিনী বা দিব্যোন্মাদ’, ‘বিচিত্ৰবিলাস’, ‘ভরতমিলন’, ‘গন্ধর্বমিলন’, ‘কালীয়দমন’, ‘নিমাই সন্ন্যাস’ প্রভৃতি। ঢাকায় ‘বড় গোঁসাই’ নামে পরিচিত ছিলেন। চুঁচুড়ায় মৃত্যু।
পূর্ববর্তী:
« কৃষ্ণ কুণ্ডু
« কৃষ্ণ কুণ্ডু
পরবর্তী:
কৃষ্ণকমল ভট্টাচার্য »
কৃষ্ণকমল ভট্টাচার্য »
Leave a Reply