কৃপাশরণ মহাস্থবির (২২.৬.১৮৬৫ – ৩০.৪.১৯২৬) উনাইনপুরা–চট্টগ্রাম। আনন্দকুমার বড়ুয়া। সম্রান্ত বৌদ্ধ-পরিবারে জন্ম। কুড়ি বছর বয়সে চট্টগ্রামের ভিক্ষুসঙ্ঘের নায়ক আচার্য পুঞ্জাচার মহাস্থবিরের কাছে বৌদ্ধভিক্ষু হিসাবে দীক্ষালাভ করেন। ১৮৮৫ খ্রী. বৌদ্ধধর্মের পুনরুজজীবনের ব্ৰত নিয়ে বাঙলার প্রাণকেন্দ্ৰ কলিকাতায় আসেন ও ১৮৯২ খ্রী. সেখানে ‘বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা’ (Bengal Buddhist Association) প্রতিষ্ঠা করেন। ১৯০৮ খ্রী. বৌদ্ধধর্মের মুখপত্ররূপে ‘জগজ্যোতি’ মাসিক পত্রিকা তারই উদ্যোগে প্ৰকাশিত হয়। ১৯১০ খ্রী—’ধর্মাঙ্কুর বিহার গুণালঙ্কার লাইব্রেরী’ প্রতিষ্ঠা করেন। বুদ্ধের বাণী প্রচারের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে ভ্ৰমণ করেন ও ধর্মাঙ্কুর সভার শাখা-সমিতি স্থাপন করেন। বহু বিদ্যালয় তার সাহায্যলাভে উপকৃত হয়েছে। ১৯১৩ খ্রী. ধর্মাঙ্কুর বিহারে অবৈতনিক ও নৈশ বিদ্যালয় স্থাপন করে বালক ও বয়স্কদের শিক্ষার সুযোগ করে দেন।
পূর্ববর্তী:
« কৃপানাথ
« কৃপানাথ
পরবর্তী:
কৃষ্ণ কুণ্ডু »
কৃষ্ণ কুণ্ডু »
Leave a Reply