কুসুমরঞ্জন পাল সিলেটের মুরারিচাঁদ কলেজের ছাত্রাবস্থায় অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কিছুদিন কারাবাস করেন। মুক্তির পর বিলাত যান। সেখানে ক্রমে খনিজ দ্রব্যের আমদানি-রপ্তানি ব্যবসায়ে লিপ্ত হন। দ্বিতিয় মহাযুদ্ধের সময়ে নেতাজী সুভাষচন্দ্রের সঙ্গে যোগ দিয়ে বার্লিন থেকে আজাদ হিন্দ বেতারে প্রচারকার্য চালান। জার্মানীর পরাজয়ের পর যুদ্ধবন্দীরূপে রাশিয়ায় স্থানান্তরিত হন। এরপর তার সম্বন্ধে আর কিছু জানা যায় না।
পূর্ববর্তী:
« কুসুমকুমারী রায়চৌধুরী
« কুসুমকুমারী রায়চৌধুরী
পরবর্তী:
কৃত্তিবাস ওঝা »
কৃত্তিবাস ওঝা »
Leave a Reply