কুসুমকুমারী রায়চৌধুরী। উত্তরপ্রদেশের মৈনপুরীতেজন্ম। স্বামী লাখুটিয়া-বরিশালের জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরী। খ্যাতনামা লেখিকা। তার রচিত ‘স্নেহলতা’ উপন্যাসটি ১৮৯০ খ্ৰী. প্ৰকাশিত হয়। অন্যান্য উপন্যাস : ‘প্ৰেমলতা’, ‘শান্তিলতা’ ও ‘লুৎফউন্নিসা’। এছাড়া ‘প্রসূনাঞ্জলি’ নামে ধর্মসন্দৰ্ভমূলক একখানি গ্ৰন্থও তিনি রচনা করেছিলেন। কবি ও সাহিত্যিক দেবকুমার তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« কুসুমকুমারী দাশ
« কুসুমকুমারী দাশ
পরবর্তী:
কুসুমরঞ্জন পাল »
কুসুমরঞ্জন পাল »
Leave a Reply