কুসুমকুমারী দাশ (১৮৭৫ – ১৯৪৮) গৈলা-বরিশাল। পিতা চন্দ্রনাথ দাশ ব্রাহ্মধর্ম গ্রহণ করায় স্বগ্রামচ্যুত হয়ে বরিশাল শহরে বাস করতেন। স্বামী-সত্যানন্দ। কবি কুসুমকুমারী কলিকাতা বেথুন স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন। ১৯ বছর বয়সে পতিগৃহে এসে তিনি জ্ঞানচর্চার একটি প্রশস্ত ক্ষেত্র পেয়েছিলেন। এখানে শিশুদের জন্য ‘কবিতা-মুকুল’ পুস্তক রচনা করেন। ‘পৌরাণিক আখ্যায়িকা’ তার গদ্যগ্রন্থ। ‘প্রবাসী, ‘ব্রহ্মবাদী’, ‘মুকুল’ প্রভৃতি পত্রিকায় তাঁর কবিতা প্রায়ই প্রকাশিত হত। তাঁর বিখ্যাত কবিতা : ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে!’ এ ছাড়া তার স্বদেশী যুগের কবিতা, দেশ-বিভাগের ফলে আর্ত জনগণের দুর্দশার কাহিনী সংবলিত কবিতা, সাময়িক ঘটনা অবলম্বনে ও মনীষিগণের উদ্দেশে লিখিত কবিতাও উল্লেখযোগ্য। ‘নারীত্বের আদর্শ’ প্ৰবন্ধ লিখে স্বর্ণপদক পান। বহু বছর তিনি বরিশাল ব্রাহ্মিকা সমাজের আচার্যের কাজ করেছেন। বরিশালের বহুবিধ সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। কবি জীবনানন্দ তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« কুসুমকুমারী
« কুসুমকুমারী
পরবর্তী:
কুসুমকুমারী রায়চৌধুরী »
কুসুমকুমারী রায়চৌধুরী »
Leave a Reply