কুমুদরঞ্জন রায় (২২.৯.১৯১৭ – ১৫.৩.১৯৭৭) বোয়ালিয়া-কুষ্টিয়া। চিত্তরঞ্জন। ছাত্র সংগঠনে ও বিভিন্ন সেবামূলক প্রকল্পে উৎসাহী ছিলেন। তার নেতৃত্বে যুব ও কিশোরদের নিয়ে ‘সবুজ সঙ্ঘ’ গঠিত হয়। ছাত্রজীবনে তারই সম্পাদিত বিদ্যালয়ের পত্রিকায় তৎকালীন ব্রিটিশ সরকারের দুনীতি ও অত্যাচারের উপর স্ব-রচিত সমালোচনা-প্ৰবন্ধ প্ৰকাশিত হলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের আদেশ দেন। ফলে ছাত্র ধর্মঘট শুরু হয়েছিল। পরবর্তী ছাত্রজীবন শুরু হয় বগুড়ায়। সেখানে মায়ের এক মাতুল ‘গণমঙ্গল’-এর প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন রায়ের প্রেরণায় তাঁর রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে ও স্বদেশী আন্দোলনে গান্ধীজীর আদর্শ ও অহিংস নীতিতে বিশেষভাবে উদ্বুদ্ধ হন। ১৯৩০ খ্রী. সত্যাগ্রহ ও লবণ আইন আন্দোলনে অংশগ্রহণ করেন। পরে এই পথ পরিত্যাগ করে বিপ্লবী যুগান্তর দলে যোগ দেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলনে কারাবরণ করেন। ১৯৩০ – ১৯৩৮ খ্রী. বন্দী ও অন্তরীণ ছিলেন। ১৯৩৮ খ্রী. মুক্তিলাভের পর কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে আমৃত্যু জড়িত থাকেন। কলিকাতায় ভারত-সোভিয়েট সংস্কৃতি সমিতির পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক ছিলেন। তার অনেক মনোজ্ঞ রচনা ‘রুশ ভারতী’, ‘মানবমন’, ‘পরিচয়’, ‘আন্তর্জাতিক’ প্রভৃতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ১৯৬৯ খ্রী. সোভিয়েট সরকারের আমন্ত্রণে রাশিয়া-ভ্রমণে যান। ১৯৭২ খ্রী. স্বাধীনতা সংগ্ৰামী হিসাবে ভারত সরকারের ‘তাম্রপত্ৰ’ লাভ করেন।
পূর্ববর্তী:
« কুমুদরঞ্জন মল্লিক
« কুমুদরঞ্জন মল্লিক
পরবর্তী:
কুমুদশঙ্কর রায় »
কুমুদশঙ্কর রায় »
Leave a Reply