কুন্দনলাল সায়গল (? – ১৮.১.১৯৪৭) বিংশ শতাব্দীর ত্রিশ দশকে সিনেমার ‘প্লে-ব্যাক’ প্রচলনের পূর্বে কুন্দনলাল বাংলা গান গেয়ে এবং বাংলা ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। পাঞ্জাবে জন্ম। প্ৰমথেশ বড়ুয়ার বিখ্যাত ছবি ‘দেবদাস’-এ শুধু গায়করূপে দেখা গেলেও ক্রমে গীতকুশলী নায়করূপে বাংলা চিত্ৰজগতে অপ্ৰতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সাখী’, ‘জীবনমরণ’, ‘পরিচয়’, ‘দিদি, ‘দেশের মাটি প্রভৃতি চিত্রে প্রধান ভূমিকায় ছিলেন। হিন্দী ‘তানসেন’ কথাচিত্রে নাম-ভূমিকায় খ্যাতির তুঙ্গে ওঠেন। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান ও রাগপ্রধান গানে সমান দক্ষতা ছিল। ‘সাথী’ চিত্রে তার গীত ‘বাবুল মেরা নাইহার ছুটি না যায়’ ঠুংরী গান উল্লেখযোগ্য। ভারত-বিভাগের পর পাঞ্জাবের জলন্ধরে বেতারকেন্দ্ৰ স্থাপিত হলে মাঝে মাঝে সেখান থেকে তার গান শোনা যেত। তার সবচেয়ে জনপ্ৰিয়’ গান ‘আমারে ভুলিয়া যেও, মনে রেখে মোর গান’।
পূর্ববর্তী:
« কুন্তল চক্রবর্তী
« কুন্তল চক্রবর্তী
পরবর্তী:
কুমার ঘোষ »
কুমার ঘোষ »
Leave a Reply