কুন্তল চক্রবর্তী। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতব্যাপী বিপ্লবী অভ্যুত্থানের চেষ্টায় যে-সব তরুণ বিনাবিচারে বন্দী হন তিনি তাদের একজন। সাহিত্যপ্ৰতিভা ছিল। রাজশাহী জেলের স্টেট প্রিজনারদের হাতে-লেখা পত্রিকা ‘ভাঙ্গা কুলো’য় ছোট গল্প লিখতেন। মুক্তির পর যক্ষ্মাক্রান্ত সহকর্মীর সেবা করতে গিয়ে নিজে ঐ রোগে আক্রান্ত হয়ে মারা যান।
পূর্ববর্তী:
« কুতুবুদ্দীন বখ্তিয়ার কাকী
« কুতুবুদ্দীন বখ্তিয়ার কাকী
পরবর্তী:
কুন্দনলাল সায়গল »
কুন্দনলাল সায়গল »
Leave a Reply