কুঞ্জবিহারী দেব (১৮৪০ – ১৯০৪) কলিকাতা। এক আরমানী জমিদারের কর্মচারী ছিলেন। বহু ব্ৰহ্মসঙ্গীত ও কীর্তন রচনা এবং ব্ৰহ্মস্তোত্র বাংলায় অনুবাদ করেন। ১৮৭৯ খ্রী. কলিকাতা থেকে মজঃফরপুরে পদব্ৰজে প্রচার-যাত্রায় তিনি কেশবচন্দ্রের সঙ্গী ছিলেন। গায়ক হিসাবেও খ্যাতি ছিল। কেশবচন্দ্ৰ তাকে ‘কীর্তনীয়া’ উপাধি দেন। তার রচিত দুই সহস্ৰাধিক ব্ৰহ্মসঙ্গীত ও কিছু সংকীর্তন গান ‘সাধকরঞ্জন’ নামে পুস্তকাকারে মুদ্রিত হয়।
পূর্ববর্তী:
« কুঞ্জবিহারী তর্কসিদ্ধান্ত, মহামহোপাধ্যায়
« কুঞ্জবিহারী তর্কসিদ্ধান্ত, মহামহোপাধ্যায়
পরবর্তী:
কুঞ্জবিহারী বসু »
কুঞ্জবিহারী বসু »
Leave a Reply