কুঞ্জবিহারী তর্কসিদ্ধান্ত, মহামহোপাধ্যায় (৩.২.১৮৭৪ – ২৮.৫.১৯৩৬) মেদিনীমণ্ডল—ঢাকা। রূপচন্দ্র শিরোমণি। ১২৯৭ ব. কাব্যের উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ন্যায়শাস্ত্রের মধ্যপরীক্ষা পাশ করে কাশীধামে কৈলাসচন্দ্ৰ শিরোমণি ও বামাচরণ ন্যায়াচার্যের নিকট নব্যন্যায় ও প্রাচীন ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করেন এবং ‘তর্কতীর্থ’ উপাধি পান। ঢাকা সারস্বত সমাজের ন্যায়ের উপাধি পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সুবৰ্ণ-পদক ও পুরস্কারসহ তর্কসিদ্ধান্ত উপাধিতে ভূষিত হন। কাশীর ভারতধর্ম মহামণ্ডলও তাকে ‘তৰ্ক-শিরোমণি’ উপাধি দ্বারা সম্মানিত করে। ১৯১০ – ১৬ খ্রী. চট্টগ্রাম জেলার ‘জগৎপুর আশ্রম চতুষ্পাঠী’তে ও ১৯১৭-২০ খ্রী মানভূম জেলার বেড়োস্থিত ‘রামকেশব চতুষ্পাঠী’তে অধ্যাপনা করেন। তিনি কলিকাতা, আসাম, বিহার ও উড়িষ্যা সংস্কৃত এসোসিয়েশনের বিভিন্ন শাস্ত্রের প্রশ্নকর্তা, মডারেটর ও পরীক্ষক ছিলেন। ঢাকা ‘সারস্বত সমাজ’ ও ‘বঙ্গবিবুধজননী সভা’র উপাধি পরীক্ষারও পরীক্ষক ছিলেন। ‘প্ৰতিভা’ তার রচিত একখানি গদ্যকাব্য। সম্পাদিত গ্রন্থ: ‘ভাষা-পরিচ্ছেদ’ ও ‘সাংখ্যদর্শনম’। সংস্কৃত ভাষায় ‘আর্যপ্ৰভা’ নামে একখানি মাসিক পত্রিকা ১২ বছর স্বব্যয়ে প্ৰকাশ করেছিলেন। তার রচিত ‘তত্ত্ববোধিনী টীকা’ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিষয়ে এম.এ. পরীক্ষার পাঠ্যরূপে নির্দিষ্ট ছিল। ১৯৩৩ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« কুঞ্জবিহারী কাব্যতীর্থ, ধন্বন্তরি
« কুঞ্জবিহারী কাব্যতীর্থ, ধন্বন্তরি
পরবর্তী:
কুঞ্জবিহারী দেব »
কুঞ্জবিহারী দেব »
Leave a Reply