কুঞ্জবিহারী কাব্যতীর্থ, ধন্বন্তরি দাঁড়পুর-হুগলী। শ্ৰীনাথ দাস। সংস্কৃত কলেজ থেকে ‘কাব্যতীর্থ’ উপাধি পান। পরে দর্শন ও আয়ুৰ্বেদ শাস্ত্ৰ অধ্যয়ন করে চিকিৎসা ব্যবসায় শুরু করেন। আয়ুৰ্বেদ গ্রন্থের অনুবাদ ও সংস্কৃতে আয়ুৰ্বেদীয় গ্ৰন্থ সম্পাদনায় উৎসাহী পণ্ডিতদের সাহায্যদান করতেন। ‘কৃষ্টিসংগ্রহ’ গ্রন্থের বঙ্গানুবাদ করেছিলেন। চিকিৎসা-বিষয়ক বিভিন্ন পত্রিকায় তার রচিত প্ৰবন্ধ প্রকাশিত হত। চিকিৎসা-সংক্রান্ত মাসিক পত্রিকা ‘ধন্বন্তরি’র সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« কীর্তি
« কীর্তি
Leave a Reply