কিশোরিমোহন বাগচী (১২৭৩ – ১৩৩০ ব.) প্যারীমোহন। দরিদ্র পরিবারে জন্ম। নিজ প্ৰচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা শেষ করে বিলাতী কালির পরিবর্তে দেশী কালি আবিষ্কারের চেষ্টা করেন। সাফল্যলাভ করে রবার স্ট্যাম্প, শীলমোহর, পুষ্পসার প্রস্তুত এবং পঞ্জিকা-প্রকাশনা প্রভৃতির ব্যবসায় আরম্ভ করে সুপ্রতিষ্ঠিত হন। পিতার নামানুসারে তার প্রতিষ্ঠিত ব্যবসায়-প্রতিষ্ঠান ‘পি. এম. বাগচী অ্যান্ড কোম্পানী’ বিশেষ প্ৰসিদ্ধি লাভ করে।
পূর্ববর্তী:
« কিরামত আলী জৌনপুরী
« কিরামত আলী জৌনপুরী
পরবর্তী:
কিশোরীচাঁদ মিত্র »
কিশোরীচাঁদ মিত্র »
Leave a Reply