কিশোরীমোহন গঙ্গোপাধ্যায় (১৮৪৮ – ১৫.১.১৯০৮) জনাই–হুগলী। পিতা চন্দ্ৰনাথ ‘শব্দকল্পদ্রুম’ অভিধান-সঙ্কলনে সহযোগী ছিলেন। খ্যাতনামা অনুবাদক ও সাংবাদিক। ১৮৬৮ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে সহপাঠী রমেশচন্দ্ৰ দত্ত ও বিহারীলাল সহ বি.এ. এবং পরে ১৮৭৭ খ্ৰী. বি.এল. পাশ করে প্রথম দশ বছর শিক্ষকতা, সরকারী চাকরি ও পরে ওকালতি করেন। ১৮৮২-৮৩ খ্রী. ওকালতি ছেড়ে শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়-প্রতিষ্ঠিত ‘রেইস অ্যান্ড রইয়ৎ’ পত্রিকাতে সহযোগী সম্পাদক হিসাবে যোগ দেন। ‘হালিশহর’, ‘স্টেটসম্যান’, ‘ইংলিশম্যান’, ‘হিন্দু প্যাট্রিয়ট’, ‘ইন্ডিয়ান লিসনার’ প্রভৃতি পত্রিকায় লিখতেন। ‘ন্যাশনাল ম্যাগাজিন’ পত্রিকার সম্পাদনাও করেছিলেন। তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি মহাভারতের মূল সংস্কৃত থেকে ইংরেজীতে আক্ষরিক গদ্যানুবাদ। তৎকালীন গ্ৰন্থ-ব্যবসায়ী ও প্ৰকাশক প্ৰতাপচন্দ্র রায় ও প্ৰতাপচন্দ্রের মৃত্যুর পর তার স্ত্রী সুন্দরীবালা ১৩ বছরে (১৮৮৩-৯৬) এই গ্রন্থটি প্রকাশ করেছিলেন। মূল চরকসংহিতার ইংরেজী অনুবাদ তার আর একটি উল্লেখযোগ্য কাজ। প্ৰকাশক ছিলেন অবিনাশচন্দ্ৰ কবিরত্ন। লর্ড কার্জন ১৮৯৯ খ্রী. থেকে আমৃত্যু বাৎসরিক ৬ শত টাকা পেন্সনের ব্যবস্থা করেছিলেন।
পূর্ববর্তী:
« কিশোরীচাঁদ মিত্র
« কিশোরীচাঁদ মিত্র
পরবর্তী:
কিশোরীমোহন চৌধুরী »
কিশোরীমোহন চৌধুরী »
Leave a Reply