কিরণ সেন (১২৯৮? – ৯.১২.১৩৭০ ব.)। বিদেশ থেকে এফ.আর.সি.এস ডিগ্ৰী অর্জন করে চক্ষুচিকিৎসক হিসাবে কলিকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন। ১৯৫৭ খ্রী. পর মেডিক্যাল কলেজের ইম্যারিটাস প্রফেসর নিযুক্ত হন। তারই চেষ্টায় চক্ষুসম্পর্কিত গবেষণাকেন্দ্ৰ ‘ইনস্টিটিউট অফ অফথ্যালমোলজি’ গঠিত হয় এবং তিনি এই বিভাগের প্রথম পরিচালক ছিলেন। ইণ্ডিয়ান একাডেমি অফ মেডিক্যাল সায়েন্সের ফেলো এবং চিত্তরঞ্জন সেবাসদনের সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« কিরণ মুখোপাধ্যায়
« কিরণ মুখোপাধ্যায়
পরবর্তী:
কিরণকুমার ভট্টাচাৰ্য »
কিরণকুমার ভট্টাচাৰ্য »
Leave a Reply