কিরণশঙ্কর রায় (১৮৯১ – ২০.২.১৯৪৯) তেঁওতা—ঢাকা। হরিশঙ্কর। শিক্ষা কলিকাতা হিন্দু স্কুল, সেণ্ট জেভিয়ার্স কলেজ এবং অক্সফোর্ডের নিউ কলেজে। দেশে ফিরে প্রেসিডেন্সী ও সংস্কৃত কলেজে ইতিহাসের অধ্যাপনা করেন (১৯১৪–১৯)। ১৯১৯ খ্ৰী. আবার ইংল্যাণ্ডে যান এবং ব্যারিস্টার হয়ে দু’বছর পর দেশে ফেরেন। ১৯২১ খ্রী. ন্যাশনাল কলেজের সহকারী অধ্যক্ষ ও পরে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার হয়েছিলেন। গান্ধীজীর অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯২২ খ্রী. স্বরাজ্য পার্টি গঠিত হলে তাতে যোগ দেন এবং দলে প্রধান পাঁচজন নেতার অন্যতম হন। ১৯২৯ খ্রী. আইন অমান্য আন্দোলনে কারাদণ্ড ভোগ করেন। ১৯৩৩ খ্ৰীঃ পুনরায় কংগ্রেসে যোগ দেন ও কংগ্রেসের অন্যতম প্ৰধান সদস্য হিসেবে বেঙ্গল লেকিসলেটিভ অযাসেমব্লিতে নির্বাচিত হন। সুভাষচন্দ্রের এক সময়ের সহকর্মী; পরে এড হক কংগ্রেসের সম্পাদক। ১৯৪১ খ্ৰী. শরৎচন্দ্র বসু পরিচালিত প্ৰভিন্সিয়াল কোয়ালিশন পার্টির সমর্থক ছিলেন এবং তার ‘সার্বভৌম বাঙলাদেশ’ গঠনের প্রচেষ্টায় সহায়তা করেন। দেশ-বিভাগের পর পূর্ব-পাকিস্তান বিধানসভার কংগ্রেস দলের নেতা হন। ১৯৪৮ খ্রী. ভারতে ফিরে আসেন এবং বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালে তাঁর মৃত্যু ঘটে। রচিত একমাত্র গ্রন্থ ‘সপ্তপর্ণ’।
পূর্ববর্তী:
« কিরণধন চট্টোপাধ্যায়
« কিরণধন চট্টোপাধ্যায়
পরবর্তী:
কিরামত আলী জৌনপুরী »
কিরামত আলী জৌনপুরী »
Leave a Reply