কিরণ মুখোপাধ্যায় (১৮৮৮? – ১৯৪০)। ঢাকা কলেজিয়েট স্কুলের সংস্কৃতের শিক্ষক সারদাকান্ত। গ্রীক সাহিত্য ও দর্শনের প্রখ্যাত পন্ডিত। ১৯০৪ খ্রী. ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স ও ১৯০৬ খ্রী. ঢাকা কলেজ থেকে এফ.এ. পাশ করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীর বৃত্তি পান। ১৯০৮ খ্ৰী. প্রেসিডেন্সী কলেজ থেকে ইংরেজী, সংস্কৃত ও দর্শনে অনার্স সহ বি.এ. এবং ১৯১০ খ্রী. ইংরেজীতে এম.এ. পাশ করেন। জনৈকা মাতৃসমা রমণীর অর্থানুকূল্যে ইংল্যাণ্ডে গিয়ে লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্ৰী লাভ করেন। ১৯১৩-১৪ খ্রী দেশে ফিরে রাজা প্ৰফুল্লনাথ ঠাকুরের ভাগিনেয়ী প্রীতিময়ীকে বিবাহ করে অক্সফোর্ডে যান এবং সেখানে ১৯১৭ খ্রী. গ্ৰীক সাহিত্য ও দর্শনে এম.এ. পাশ করেন। পরে ঐ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘জনলক’ বৃত্তি লাভ করে কিছুকাল অক্সফোর্ডে অধ্যাপনা করেন। তার বিষয় ছিল Neo-platonism দর্শন। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে হাইকোর্টে ব্যারিস্টারি এবং ইংরেজী ও দর্শন বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বলা যেতে পারে, আধুনিককালে অতুলচন্দ্র গুপ্ত বিরচিত ‘কাব্য জিজ্ঞাসা’ ও কিরণচন্দ্রের অধ্যাপনা বঙ্গদেশে সাহিত্যতত্ত্ব-চর্চার প্রবর্তন করেছে।
পূর্ববর্তী:
« কাৰ্তিকচন্দ্ৰ বসু
« কাৰ্তিকচন্দ্ৰ বসু
পরবর্তী:
কিরণ সেন »
কিরণ সেন »
Leave a Reply