কিরণচাঁদ দরবেশ, চট্টোপাধ্যায় (২৭.৪.১২৮৫ – ১৭.৩.১৩৫৩ বঙ্গাব্দ)। খালিয়া-ফরিদপুর। বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য। ১৩১৯ ব. সন্ন্যাসধর্ম গ্ৰহণ করে কাশীতে বসবাস শুরু করেন। স্বদেশী যুগে অশ্বিনীকুমার দত্ত, বিপিনচন্দ্র পাল প্রভৃতি নেতাদের সঙ্গে কাজ করেছেন। ফটোর ব্যবসার সঙ্গে বিপ্লবী কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। কবিতাও লিখতেন। নারায়ণ পত্রিকায় কবিতা প্ৰকাশিত হত। তার কাব্যগ্রন্থ ‘মন্দির’ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ. ক্লাশের পাঠ্য ছিল। কাশীর শ্রীশ্রীবিজয়কৃষ্ণ মঠের মোহান্ত, বারাণসীর বঙ্গীয় সাহিত্য সমাজের সভাপতি এবং কাশী বাঙ্গালীটোলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। রচিত ২০খানি গ্রন্থের মধ্যে ‘রেবা’, ‘গানের খাতা’ (২ খণ্ড), ‘নামব্ৰহ্মপূজাপদ্ধতি’, ‘সঙ্গীতসুধা’, ‘কুলসঙ্গীত’ প্রভৃতি উল্লেখযোগ্য। ‘জপসী, ‘সুখমণি’, ‘শ্ৰীবৃন্দাবন শতক’, ‘সাম সন্ধ্যাগাথা’ প্রভৃতি তাঁর অনুবাদ গ্রন্থ।
পূর্ববর্তী:
« কিরণচন্দ্ৰ মুখোপাধ্যায়
« কিরণচন্দ্ৰ মুখোপাধ্যায়
পরবর্তী:
কিরণধন চট্টোপাধ্যায় »
কিরণধন চট্টোপাধ্যায় »
Leave a Reply